লোকসভা নির্বাচনে বিজেপির পাশে নেই মোর্চা: বিনয় তামাং
তামাং বলেন, নির্বাচনের দিনক্ষণ আগে ঘোষণা হোক। তারপর মোর্চা তার রণকৌশল ঘোষণা করবে
নিজস্ব প্রতিবেদন: আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে জোর বিপদে পড়তে পারে বিজেপি। দল রাজ্যে দলের বেশি আসনের দিকে নজর দিলেও পাহাড় ধরে রাখার সম্ভাবনা কি ক্রমশই কমছে? এমনটাই ইঙ্গিত দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিনয় তামাং।
আরও পড়ুন-শবরীমালায় মহিলাদের প্রবেশ ঘিরে তাণ্ডব অব্যহত, সিপিএম বিধায়কের বাড়িতে পড়ল বোমা
জিজেএম প্রধান সংবাদমাধ্যমে বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে না মোর্চা। শুক্রবার বিনয় তামাং বলেন, নির্বাচনের দিনক্ষণ আগে ঘোষণা হোক। তারপর মোর্চা তার রণকৌশল ঘোষণা করবে।
২০১৭ সালের নভেম্বরে বিমল গুরুং উধাও হয়ে যাওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সভা দলের সভাপতি হিসেবে বিনয় তামাংয়ের নাম ঘোষণা করে।
প্রসঙ্গত, পৃথক রাজ্য গঠন নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে আগেও মোর্চার সংঘাত ছিল। বিনয় তামাংয়ের আমলেও তা শেষ হয়নি। এখনও সেই দাবি তুলেছে মোর্চা।
আরও পড়ুন-বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে খাক সর্বস্ব
উল্লেখ্য, ডিসেম্বরে মুম্বইয়ে এক অনুষ্ঠানে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ মন্তব্য করেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ২৩টি আসন পাওয়ার আশা করছে।‘ সেক্ষেত্রে দার্জিলিংয়ের জন্য বিজেপির কী পরিকল্পনা রয়েছে তা নির্বাচন ঘোষণার পরই জানা যাবে।
এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের নেতা ডেরেক ওব্রায়েনের মন্তব্য, আগে রাজ্যে দুটো আসন টিকিয়ে রাখার চেষ্টা করুক বিজেপি। পরে ২০ আসন জেতার কথা ভাববে।