গোর্খাল্যান্ড আন্দোলনে এবার সরাসরি মোর্চার পাশে GNLF

একেই মোর্চার আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই পাহাড় নিয়েই সুর চড়াল GNLF-ও। ফলে, গোর্খাল্যান্ড আন্দোলন এখন আর একটি দলের আন্দোলন নয়। এই আন্দোলন জন আন্দোলনের রূপ নিয়েছে বর্তমানে।

Updated By: Jun 16, 2017, 09:31 PM IST
গোর্খাল্যান্ড আন্দোলনে এবার সরাসরি মোর্চার পাশে GNLF

ওয়েব ডেস্ক : একেই মোর্চার আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই পাহাড় নিয়েই সুর চড়াল GNLF-ও। ফলে, গোর্খাল্যান্ড আন্দোলন এখন আর একটি দলের আন্দোলন নয়। এই আন্দোলন জন আন্দোলনের রূপ নিয়েছে বর্তমানে।

আরও পড়ুন- আন্দোলনের শুরুতেই জোর ধাক্কা মোর্চার, 'বন্‍ধ বেআইনি' জানালো হাইকোর্ট

গত ৮ জুন থেকে পাহাড়ে জ্বলেছে আগুন। আন্দোলনের জেরে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এবার সেই মোর্চার পাশে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের আন্দোলন তাদের আন্দলোন বলে মন্তব্য করলেন GNLF নেতা নীরজ জিম্বার। কয়েক দিন আগেই মোর্চার সঙ্গে বৈঠক করেছিল GNLF। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় GNLF-এর ভবিষ্যত্‍ কর্মসূচি নিয়ে। নীরজ নিম্বার বক্তব্যে আজ তা অনেকটাই স্পষ্ট হয়ে গেল।

.