রাক্ষুসে ক্ষিরপাই গিয়ে খেয়েছে ঘাটালকে, জলবন্দি জীবন

নাগাড়ে বৃষ্টিতে জলে ভাসছে ঘাটাল। উপচে ওঠা ক্ষিরপাইয়ের জলে ভাসছে ঘাটাল পুরসভার  ৩,৪,৯ ও ১০ নম্বর ওয়ার্ড । নৌকা করেই চলছে যাতায়াত। গোটা শহরটাকেই গিলে খেয়েছে ক্ষিরপাইয়ের জল।   

Updated By: Aug 8, 2018, 08:51 PM IST
রাক্ষুসে ক্ষিরপাই গিয়ে খেয়েছে ঘাটালকে, জলবন্দি জীবন

নিজস্ব প্রতিবেদন : নাগাড়ে বৃষ্টিতে জলে ভাসছে ঘাটাল। উপচে ওঠা ক্ষিরপাইয়ের জলে ভাসছে ঘাটাল পুরসভার  ৩,৪,৯ ও ১০ নম্বর ওয়ার্ড । নৌকা করেই চলছে যাতায়াত। গোটা শহরটাকেই গিলে খেয়েছে ক্ষিরপাইয়ের জল।   

আরও পড়ুন, শিকেয় ব্যাঙ্কের লকারের সুরক্ষা, উধাও লাখ লাখ টাকার গয়না

ক্ষ্যাপা ষাঁড়ের মতো ফিবছর বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে ক্ষীরপাই। শিলাবতীর উপনদী তখন উন্মত্ত। কুলভাঙা এই স্রোতই ভাসিয়ে দেয় ঘাটাল শহরকে। চারিদিকে শুধু জল আর জল। ঘাটাল শহরটাই এখন একটা আস্ত নদী। নৌকা করেই চলছে অফিস কাছারি, স্কুল,কলেজ।

আরও পড়ুন, ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের হাত করেই দেশজুড়ে এটিএম জালিয়াতির জাল!

ঘাটালের ভৌগোলিক অবস্থানেই লুকিয়ে আছে ঘাটালের দুর্দশার কারণ। আশপাশের জেলার থেকে অনেকটাই নিচুতে ঘাটাল। তাই অন্য সব জেলার জল যখন নামতে থাকে তখন জলে ফুলে ফেঁপে ওঠে ঘাটাল। কারণ অন্য জেলার জল এসে ঢোকে ঘাটালেই। এটাই বর্ষায় ফি বছরের রোজনামচা ঘাটালের।

.