আগুনে ছাই আস্ত কাপড়ের দোকান, ক্ষতি ৩০ লাখ

আগুনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটা কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের ওদলাবাড়ি বাজারে। প্রাথমিকভাব জানা গেছে, আগুন লাগার ফলে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

Updated By: Mar 3, 2018, 11:26 AM IST
আগুনে ছাই আস্ত কাপড়ের দোকান, ক্ষতি ৩০ লাখ

নিজস্ব প্রতিবেদন : আগুনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটা কাপড়ের দোকান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের ওদলাবাড়ি বাজারে। প্রাথমিকভাব জানা গেছে, আগুন লাগার ফলে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শনিবার সকালে আচমকাই আগুন লাগে ওদলাবাড়ি বাজারের কাপড়ের দোকানটিতে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২টি ইঞ্জিন ও একটি জলের ট্যাঙ্ক। তবে তারমধ্যেই আগুনে সম্পূর্ণ পুড়ে যায় দোকানটি।

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি দোকান ও বাড়িও। তবে কী কারণে ওই কাপড়ের দোকানে আগুন লাগে, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। দমকলকর্মীদের প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট হয়েই আগুন লাগে দোকানটিতে।

আরও পড়ুন, জমি বিবাদের জেরে যুবক খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পাওয়ার পরেও দেরিতে আসে দমকল। আর তাতেই আগুন আরও বড় আকার ধারণ করে।

.