দুকূল ছাপিয়ে বইছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর! ভাসল গন্ধেশ্বরীর অস্থায়ী রাস্তাও

২৪ ঘন্টায় ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতেই এই বিপর্যয়।

Updated By: Jun 16, 2021, 02:38 PM IST
দুকূল ছাপিয়ে বইছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর!  ভাসল গন্ধেশ্বরীর অস্থায়ী রাস্তাও

নিজস্ব প্রতিবেদন: মাত্র ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ১৯৭.২ মিলিমিটার। অল্প সময়ে অত্যন্ত ভারী এই বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর-সহ স্থানীয় সব নদীতেই। 

দুকূল ছাপিয়ে বইছে বাঁকুড়া  (Bankura) শহরের দু'পাশ দিয়ে বয়ে চলা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর। জলস্তর বেড়ে যাওয়ায় স্রোতের টানে ভেসে গেছে গন্ধেশ্বরী নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তাও। হঠাৎ জলস্তর বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নির্মীয়মাণ সেতুর ক্রেন-সহ বিভিন্ন যন্ত্রপাতি। বৃষ্টি অব্যাহত থাকায় জলস্তর এখনও বেড়েই চলেছে নদীগুলিতে বলেই খবর। 

আরও পড়ুন: দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! তাপমাত্রা কমল পাল্লা দিয়ে

বৃষ্টি (Raining) যদি চলতেই থাকে এবং তার জেরে গন্ধেশ্বরী নদীর জলস্তর যদি আর একটু বৃদ্ধি পায় তবে নদী পার্শ্ববর্তী বাইপাস জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে। জলমগ্ন হওয়ার আতঙ্কের প্রহর গুনছেন বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার মানুষজন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: অজয় নদের উপর ভেঙে পড়ল বাঁশের মাচা, বরাতজোরে রক্ষা ২ বাইক আরোহীর

.