মহানন্দা, গঙ্গার পর এবার ফুলহারের বাঁধে ফাটল; মালদায় বিপন্ন ৩০ হাজার মানুষ

Updated By: Aug 16, 2017, 11:09 PM IST
মহানন্দা, গঙ্গার পর এবার ফুলহারের বাঁধে ফাটল; মালদায় বিপন্ন ৩০ হাজার মানুষ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : চোখ রাঙাচ্ছিল গঙ্গা। এবার তার দোসর হল ফুলহারও। ইতিমধ্যেই বাঁধের ফাটল দিয়ে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। ফলে যে কোনও সময় ভেঙে যেতে পারে রিং বাঁধ। আশঙ্কার প্রহর গুনছেন মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ। ফুলহারের জলে ভাসছে হরিশ্চন্দ্রপুর ২নম্বর ব্লকের ইসলামপুর ও দৌলতনগর। জল গ্রামে ঢুকতে শুরু করায় প্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন বাসিন্দারা। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন স্কুলে বা বাঁধের ওপর। নেই খাবার, পানীয় জল। অভিযোগ, মেলেনি কোনও সরকারি সাহায্য। অন্যদিকে মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার ও পুরাতন মালদার বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন- নৌকাই এখন অ্যাম্বুলেন্স, হাসপাতালে সন্তান কোলে জলবন্দি মায়েরা

.