পড়া নিয়ে বাবার কাছে বকা, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী চতুর্থ শ্রেণির ছাত্র
ভাল করে পড়াশোনা করার জন্য গতরাতে তার বাবা তাকে একটু বকাবকি করে বলে পরিবার সূত্রে খবর।
নিজস্ব প্রতিবেদন: পড়াশোনার জন্য বাবার বকাঝকার জের। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে সুন্দরবনের ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেড়িয়ায়। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা শঙ্কর মন্ডল পেশায় রাজমিস্ত্রী। তাঁর ছেলে শুভজিত্ দক্ষিণ অঙ্গদবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ে। ভাল করে পড়াশোনা করার জন্য গতরাতে তার বাবা তাকে একটু বকাবকি করে বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুন: দেওয়াল লিখে প্রকাশ্যে খুনের হুমকি, 'বিজেপিতে যোগ দিতেই তৃণমূলের নিশানা' অভিযোগ বিধায়কের
এরপরই নাকি রাগ করে নিজের ঘরে চলে যায় শুভজিত্। ঘরের দরজাও বন্ধ করে দেয় সে। ভোর বেলা পরিবারের লোকজন ঘরের জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি দরজা ভেঙে তাকে উদ্ধার করে, চিকিত্সার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।