Alipurduar: অসম-বাংলা সীমান্তে গাড়িতে তল্লাশি, সিটের তলা থেকে বেরিয়ে এল ৪ তক্ষক

বন দফতর সূত্রে খবর, বিপুল টাকায় বিদেশে বিক্রি করা হয় তক্ষক

Updated By: Aug 9, 2021, 07:13 PM IST
Alipurduar: অসম-বাংলা সীমান্তে গাড়িতে তল্লাশি, সিটের তলা থেকে বেরিয়ে এল ৪ তক্ষক

নিজস্ব প্রতিবেদন: অসম থেকে বাংলায় ঢুকছিল একটি অল্টো গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে সেটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল ৪টি তক্ষক।

সোমবার দুপুর নাগাদ অসম-বাংলা সীমান্তের ভল্গা চেকপোস্টে সন্দেহজনক ওই গাড়িটি আটক করে বন দফতর। বন্যপ্রাণী পাচার করা হবে খবর পেয়েই এটি ভল্গা চেকপোস্টে প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন বন দফতরের কর্মীরা। অল্টোটিতে তল্লাশি চালাতেই পেছনের সেটের নীচে থেকে বেরিয়ে এল একটি ব্যাগ। সেখানে লুকনো ছিল ওই ৪ তক্ষক।

আরও পড়ুন-ফের Tripura যাচ্ছেন দেবাংশু-জয়া-সুদীপ, বিপ্লব গড়ে ঘাসফুল ছড়াতে ৩ যুবতেই ভরসা TMC-র

বিরল এই প্রাণি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে গাড়িটির চালক সহ মোট ৪ জনকে। এদের মধ্যে তিন জনের বাড়ি জয়গাঁ, অন্যজনের বাড়ি ভাটিবাড়ি। এদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে এদের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কিনা।

আরও পড়ুন-Tripura: বিপ্লব গড়ে ঘাসফুল ফোটাতে এবার নয়া স্লোগান TMC-র

বন দফতর সূত্রে খবর, বিপুল টাকায় বিদেশে বিক্রি করা হয় তক্ষক। বিদেশের বাজারের এইসব তক্ষকের এক একটির দাম কয়েক লাখ টাকা। মঙ্গলবার এদের আদালতে তোলা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.