অ্যাম্বুলেন্স কিনতে পুরো মাসের বেতনই দান করলেন বন দফতরের আধিকারিক

অ্যাম্বুলেন্স কিনতে লাগবে ৪ লাখ টাকা। অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স কেনার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে এগিয়ে এলেন খোদ বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান। সঞ্জয় দত্ত ১ মাসের পুরো বেতনই তুলে দেন রাঁচি সেল্ফ হেল্প গ্রুপের হাতে। 

Updated By: May 21, 2018, 11:11 PM IST
অ্যাম্বুলেন্স কিনতে পুরো মাসের বেতনই দান করলেন বন দফতরের আধিকারিক

নিজস্ব প্রতিবেদন: গ্রামে নেই অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্স আসে সপ্তাহে মাত্র ২ দিন। সমস্যায় পড়তে হয় প্রসূতি থেকে মুমূর্ষু রোগীদের। বিভিন্ন মহলে আবেদনে সারা না মেলায় এবার অ্যাম্বুলেন্স কিনতে সেল্ফহেল্প গ্রুপ-কে মাস মাইনেটাই দান করে বসলেন বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত।

আরও পড়ুন- ভাতা বাড়ল সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস ও আশাকর্মীদের

রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গলের  করলাডুবি বনবস্তি এলাকার বাসিন্দারা সঞ্জয় দত্তর কাছে আবেদন করেছিলেন একটি অ্যাম্বুলেন্সের জন্য। বিভিন্ন মহলে আবেদন-নিবেদনে করে লাভ না হওয়ায় অবশেষে সিদ্ধান্ত হয় লটারি খেলিয়ে সেই টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কেনা হবে। ছাপানো হয় ১০০ টাকা- মূল্যের ৬০০০ লটারি। কিন্ত লটারি চালিয়ে ওঠে মাত্র ১ লাখ ৮৫ হাজার টাকা।

অ্যাম্বুলেন্স কিনতে লাগবে ৪ লাখ টাকা। অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স কেনার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে এগিয়ে এলেন খোদ বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান। সঞ্জয় দত্ত ১ মাসের পুরো বেতনই তুলে দেন রাঁচি সেল্ফ হেল্প গ্রুপের হাতে। সোমবার সেই অ্যাম্বুলেন্সরই উদ্বোধন হল।

আরও পড়ুন- ট্রেনের কামরায় ট্যারেন্টুলার কামড়, তামিলনাড়ু থেকে ফেরার পথে মৃত্যু এগরার যুবকের

.