Mandir Bazar: এখান থেকে ভুলেও ফুচকা খাননি তো? এখনই অসুস্থ শতাধিক মানুষ

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থরা

Updated By: Apr 20, 2022, 02:27 PM IST
Mandir Bazar: এখান থেকে ভুলেও ফুচকা খাননি তো? এখনই অসুস্থ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদন: মেলার ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক মানুষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। অসুস্থ মানুষদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী।

ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার কাদিপুকুর এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় ক্লাবের উদ্যোগে প্রতি বছরই ওই এলাকায় গোষ্ঠর মেলা বসে। মেলার আয়োজন করে ওই স্থানীয় ক্লাবই। এবারও সেই মেলা বসেছে। অভিযোগ, ওই মেলার ফুচকা খেয়েই অসুস্থ হয়ে পড়েছে শতাধিক মানুষ।

স্থানীয় সূত্রে খবর, মন্দিরবাজার ব্লকের সরদানা, চণ্ডিপুর, চাঁদপুর-সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় এসেছিল। সোমবার রাতে সেখান থেকে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১০০-র বেশি সাধারণ মানুষ। বমি, পেটের যন্ত্রণা নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন তাঁরা। বেশকিছু কয়েকজন মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। বেশ কয়েকজন জয়নগর ও কুলপিতেও ভর্তি রয়েছেন।মন্দিরবাজার নায়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩৮ জন ভর্তি হয়েছেন। 

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানান হয়েছে ফুড পয়েজিনিং-এর কারণে সকলে অসুস্থ হয়ে পড়েছেন। রোগীর পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। যেকোনও পরিস্থিতিতে অসুস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.