রেশনে কম চাল, ব্যাপক দুর্নীতি, সবংয়ে সমবায় সমিতির লাইসেন্স বাতিল করল খাদ্য দফতর

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই ওই সমিতির রেশন লাইসেন্স বাতিল করে খাদ্য দফতর।

Updated By: Apr 20, 2020, 09:06 AM IST
রেশনে কম চাল, ব্যাপক দুর্নীতি, সবংয়ে সমবায় সমিতির লাইসেন্স বাতিল করল খাদ্য দফতর

নিজস্ব প্রতিবেদন : রেশনে দুর্নীতির অভিযোগে সমবায় সমিতির অধীনে থাকা রেশন ডিলারের লাইসেন্স বাতিল করল খাদ্য দফতর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের খাগড়াগেরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। 

খাগড়াগেরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির অধীনে থাকা রেশন বণ্টনে দুর্নীতি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে গ্রাহকদের তরফ থেকে অভিযোগ আসছিল। অভিযোগ, তিনটি গ্রামের গ্রাহককে রেশন দেওয়া হয়নি। পাশাপাশি, অন্ত্যোদয় গ্রাহকদের ১ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এই অভিযোগে গ্রাহকরা খাদ্য দফতরে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই ওই সমিতির রেশন লাইসেন্স বাতিল করে খাদ্য দফতর।

যদিও এই ব্যাপারে সমবায় সমিতির সমবায় সমিতির সম্পাদক গুরুপদ মাইতি জানিয়েছেন, সরকারিভাবে লাইসেন্সে বাতিল করা হয়েছে এইরকম কোনও খবর নাকি তাঁর কাছে নেই। তবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ অমূল্য মাইতি লাইসেন্স বাতিলের খবর নিশ্চিত করেন। ফোনে তিনি বলেন, "আমি শুনেছি। সরকারিভাবে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করছি না।

আরও পড়ুন, রাজ্যে চলে এল ১০,০০০ টেস্টিং কিট, করোনা হটস্পটগুলিতে শুরু হচ্ছে র‌্যাপিড টেস্ট

.