প্রবল বৃষ্টিতে ভয়াল চেহারা নদীগুলির, উত্তর দিনাজপুরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

জলের তলায় চলে গিয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। 

Updated By: Jun 30, 2020, 11:17 AM IST
প্রবল বৃষ্টিতে ভয়াল চেহারা নদীগুলির, উত্তর দিনাজপুরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে উত্তর দিনাজপুরের বন্যা পরিস্থিতি আরও সঙ্গিন। ভারী বৃষ্টির জেরে ক্রমশ জল বাড়ছে কুলিক নদীতে। টাঙ্গন নদীও বিপদসীমা ছুঁইছুঁই হয়ে বয়ে চলেছে। নাগর নদীর জলে ইতিমধ্যেই প্লাবিত বহু এলাকা। সব মিলিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে রায়গঞ্জের মানুষ।

জেলা প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ত্রাণ শিবিরগুলিতে বন্যা কবলিত মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। জলমগ্ন হওয়ার আশঙ্কায় রাত কেটেছে রায়গঞ্জবাসীর। শহর লাগোয়া আব্দুলঘাটা এলাকায় ধসে গিয়েছে কুলিকের বাঁধ। সেই বাঁধের মেরামতির কাজ চলছে জোর কদমে। অন্যদিকে ব্লক প্রশাসনের তরফে ত্রাণ শিবিরগুলিতে দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। 

শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার সার্বিক ছবিটা বেশ উদ্বেগজনক। করণদিঘি ও রায়গঞ্জ ব্লকে নাগর নদীর জলে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। কুলিক ও নাগর নদীর জলে প্লাবিত রায়গঞ্জ ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম। জলের তলায় চলে গিয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়েছে কালিয়াগঞ্জ ব্লকেরও বেশকিছু এলাকা।

আরও পড়ুন, গোয়ালঘরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তাঁর নাবালক বন্ধু

.