বর্ষা বাংলায় জেলায় বন্যা পরিস্থিতি
ওয়েব ডেস্ক: অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিক জেলায়। বীরভূমে ফুঁসছে কোপাই, ময়ূরাক্ষী, বক্রেশ্বর। লাভপুর-লাঘাটা ব্রিজ ডুবিয়ে দিয়েছে কুঁয়ে নদী। জলের তলায় বহু গ্রাম। বাঁকুড়ায় কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর, ভৈরোবাকি, গন্ধেশ্বরী, শালি, বিড়াই নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোনামুখী ও পাত্রসায়র জলের তলায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কেশপুর, পিংলা, ডেবরা ও ঘাটালে একই পরিস্থিতি। বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদের বড়ঞা থানার বৈদ্যনাথপুর। বর্ধমানে খড়ি নদীর জল নর্জা সেতুর ওপর দিয়ে বইছে। দামোদর ও অজয় নদে জল বেড়েছে। হুগলির আরামবাগ শহরের কয়েকটি পাড়া জলমগ্ন। পাণ্ডুয়া থেকে চুঁচূড়া পর্যন্ত চাষের জমি জলের তলায়। বসিরহাট পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। ডায়মন্ড হারবার পুরসভায় একই পরিস্থিতি। (আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ভাসছে বীরভূম, প্রশাসনিক তত্পরতায় খুলল জাতীয় সড়ক)