WBCHSE 12th Result 2019: উচ্চমাধ্যমিকে ৪৯৮ পেয়ে যুগ্মভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ

উচ্চমাধ্যমিকে ৪৯৮ পেয়ে যুগ্মভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ।

Updated By: May 27, 2019, 12:34 PM IST
WBCHSE 12th Result 2019: উচ্চমাধ্যমিকে ৪৯৮ পেয়ে যুগ্মভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ

WBCHSE 12th Result 2019:  প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের মেধা তালিকা। দশম স্থানে রয়েছে মোট ১৩৭ জন, তাঁদের মধ্যে ছাত্রী সংখ্যা ৩৫ জন। দেখুন কে কোথায় রয়েছে। 

(বিজ্ঞান বিভাগ) প্রথম-  প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬০ শতাংশ:
** শোভন মণ্ডল। বীরভূম জেলা স্কুল
** রাজর্ষি বর্মণ। কোচবিহার, জেনকিন্স হাইস্কুল।

দ্বিতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৬, ৯৯.২ শতাংশ 
** সংযুক্তা বসু, বিধাননগর গভর্নেমন্ট হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** তন্ময় মাইকাপ, বজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর।  
** স্বর্ণদীপ সাহা, দিনহাটা হাইস্কুল, কোচবিহার
** ঋতম নাথ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া
** মহম্মদ মাসুম আখতার, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
** অনাতাপ মিত্র, জেনকিন্স স্কুল, কোচবিহার

তৃতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৪ নম্বর, ৯৮.৮ শতাংশ
** বর্ণালী ঘোষ, নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়, হুগলি
** সুক্রিয় চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপল হাইস্কুল, বর্ধমান।
** মৃন্ময় মণ্ডল, গোবরডাঙ্গা খাঁতুরা হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** সুপ্রিয় শীল, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। হুগলি।

চতুর্থ- প্রাপ্ত নম্বর ৪৯২, ৯৮.৪ শতাংশ:
** রাকেশ দে, কলা বিভাগে প্রথম, সাঁইথিয়া টাউন হাইস্কুল, বীরভূম
** মহাকাশ রক্ষীত, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া।
** অতীঝায়া সাহা, জেনকিন্স হাইস্কুল, কোচবিহার
** শ্রমন জানা, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি।
** শ্রেয়াশ্রী সরকার, টাকি হাউস মাল্টিপারপস গার্লস হাইস্কুল, কলকাতা 
** কমল দাস, ত্রিবেণী থার্মাল ডক্টর বি সি রায় বিদ্যালয়, হুগলি

পঞ্চম- ৪৯১ নম্বর – ৯৮.২ শতাংশ-  
** অভিজিত্ সাহু, বৈটা মহেন্দ্রনাথ হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর।
** রত্নদীপ সেন, বান-আশুরিয়া হাইস্কুল, বাঁকুড়া।
** সৌরভ কবরী, বসন্তপুর ঝড়েশ্বর বাণী ভবন, পশ্চিম মেদিনীপুর।
**  তীর্থরাজ রায়, বহরমপুর জে এন অ্যাকাডেমি, মুর্শিদাবাদ,
** শীর্ষেন্দু ঘোষ, বীরভূম জেলা স্কুল, বীরভূম।
** পুষ্পেন্দু খান, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল
** বীরেশ্বর ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
** স্বহিতাগ্নি চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** অনিবার্ণ খাঁড়া, রামনগর নুট বিহারী পালচৌধুরী স্কুল, হুগলি
** অর্ক দাস, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা।
** সূর্যতপ বসু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
** সাগর সরকার, ইসলামপুর হাইস্কুল, উত্তর দিনাজপুর।
** সত্যম কর, যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা
** প্রত্যয় দে, বহরমপুর জে এন অ্যাকাডেমি, মুর্শিদাবাদ

কলা বিভাগ থেকে প্রথম এবং মেধাতালিকায় চতুর্থ- রাকেশ দে, বীরভূম। প্রাপ্ত নম্বর ৪৯২। 

কমার্সে প্রথম যুগ্মভাবে প্রথম , জ্ঞানভারতী বিদ্যাপিঠ কলকাতার কমল সাহা এবং  ন্যাশনাল হাইস্কুলের কোমাল সিং (৪৮৬) 

ভিন্নভাবে সক্ষম  পরীক্ষার্থী - ৯৭.২ শতাংশ নম্বর পেয়ে দশম হয়েছে সাগর চন্দ্র (৪৮৬)

রাবেয়া আহমেদ, মহম্বদ তানজিম আলম ঊর্দু ভাষায় প্রথম

সয়াঙ্কা শেরপা নেপালি ভাষায় প্রথম

বিশ্বনাথ মাদ্যি, অনিমা মুর্মু, সনকা হেমব্রম সাঁওতালি ভাষায় প্রথম

Tags:
.