চুঁচুড়ায় তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার পর লঙ্কাকাণ্ড
নিজস্ব প্রতিবেদন: হুগলির চুঁচুড়ার চকবাজারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। গুলিবিদ্ধ মির্জা আনোয়ার আলি তৃণমুলের প্রাক্তন জেলা সভাপতি। মঙ্গলবার রাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কতীরা। ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান।
মঙ্গলবার রাতে চকবাজারে আনোয়ার সাহেবকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী তপন দাশগুপ্ত। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ার সাহেবকে। চিকিত্সকরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন - নিউ ইয়র্কে ফের জঙ্গিহানা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৮, আহত বহু
ঘটনার পরই বন্ধ হয়ে যায় দোকানপাট। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। পথ অবরোধ করেন তাঁরা। স্থানীয় সূত্রের খবর, এলাকায় চুরি সহ বেশ কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলেন তিনি। তার জেরেই দুষ্কৃতীদের নিশানায় চলে এসেছিলেন তিনি।