কেরোসিনের লম্ফ থেকে ছড়িয়ে পড়ে আগুন, ফাঁকা বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু কন্যার

একজন শিশুর বয়স পাঁচ, আরেকজনের বয়স মাত্র তিন বছর। শনিবার সন্ধে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে।

Updated By: Feb 9, 2020, 01:29 PM IST
কেরোসিনের লম্ফ থেকে ছড়িয়ে পড়ে আগুন, ফাঁকা বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু কন্যার

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা। দাসপুরে আগুনে পুড়ে মৃত্যু হল দুই শিশু কন্যার। একজন শিশুর বয়স পাঁচ, আরেকজনের বয়স মাত্র তিন বছর। শনিবার সন্ধে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর তরুণবাবু তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানের নিয়ে খড়ের চালা ঘরে বাস করত। 

আরও পড়ুন: গোলাপের দামে ছ্যাঁকা হৃদয়ে, তবু ভালবাসার সপ্তাহে তুঙ্গে চাহিদা

এ দিন সন্ধের সময়ে তরুণবাবু ও তাঁর স্ত্রী ও দুই মেয়েকে বাড়িতে রেখে বাড়ির বাইরে কাজে ছিলেন। তখনই কোনও ভাবে কেরোসিনের লম্ফের আগুন লেগে যায় বাড়িতে। সেই আগুনই ছড়িয়ে পড়ে। বাড়ির মধ্যেই ছিল দুই খুদে। অন্যরা কেউ ছিল না সেসময়ে। আগুনে ওই দুই শিশু বাড়ির মধ্যেই আটকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। 

.