মেয়েক পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা

বাবার হাতে মেয়ে পাচারের অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলার মাঝেরডাবরি গ্রামে। মায়ের অভিযোগ, গত শুক্রবার পরীক্ষার পর বাবা নিজে মেয়েকে নিয়ে গিয়ে পাচারকারীদের হাতে তুলে দেয়।

Updated By: Dec 3, 2017, 06:57 PM IST
মেয়েক পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা

নিজস্ব প্রতিবেদন : মেয়েকে পাচারকারীর হাতে তুলে দিয়েছে বাবা। অভিযোগ খোদ মায়ের। সেই অভিযোগে পুলিস গ্রেফতার করা বাবাকে। গ্রেফতার করে তাঁকে আদালতে তোলে পুলিস। এই ঘটনায় তাকে ৭দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার জেলা আদালত।

আরও পড়ুন- উর্দি পড়ে থানার মধ্যেই হিন্দি গানের সঙ্গে নাচ পুলিসের

বাবার হাতে মেয়ে পাচারের অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলার মাঝেরডাবরি গ্রামে। মায়ের অভিযোগ, গত শুক্রবার পরীক্ষার পর বাবা নিজে মেয়েকে নিয়ে গিয়ে পাচারকারীদের হাতে তুলে দেয়। যদিও বাবার দাবি, পাশের বাড়ির এক দম্পতি রাজস্থানে থাকেন। তাঁরাই মেয়েকে নিয়ে গিয়েছেন। তবে, পুলিস তার সেই দাবি মানতে নারাজ। অভিযুক্ত বাবা, প্রতিবেশী প্রেমা বর্মন ও রাজস্থানের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

.