হাওড়া – খড়গপুর শাখায় তিন দিন বাতিল থাকবে বহু ট্রেন, দেখে নিন তালিকা

ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশনের জন্য শনি থেকে সোমবার হাওড়া-খড়গপুর শাখায় নিয়ন্ত্রিত হবে ট্রেনচলাচল। এর জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রাপথ। 

Updated By: Nov 17, 2017, 09:54 PM IST
হাওড়া – খড়গপুর শাখায় তিন দিন বাতিল থাকবে বহু ট্রেন, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন: ইন্টারলকিং সিস্টেমের আপগ্রেডেশনের জন্য শনি থেকে সোমবার হাওড়া-খড়গপুর শাখায় নিয়ন্ত্রিত হবে ট্রেনচলাচল। এর জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রাপথ। 

এর মধ্যে  ১৭ ও ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে একাধিক হাওড়া-মেদিনীপুর লোকাল, হাওড়া-খড়গপুর লোকাল, সাঁতরাগাছি-খড়গপুর লোকাল। 
যাত্রীদের অসুবিধার জন্য আগাম ক্ষমাপ্রার্থনা করেছে দক্ষিণ-পূর্ব রেল।

একনজরে দেখে নেওয়া যাক বাতিল হওয়া ট্রেনের তালিকা। 

 

.