প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, ইউটিউবেই সরাসরি সম্প্রচার বেলুড় মঠের পুজো

তবে এবছর বাড়িতে বসেই বেলুড়ের পুজো দেখতে পাবেন সকলে। ইউটিউবে সরাসরি সম্প্রচার হবে বেলুড় মঠের পুজো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর নির্ঘণ্টও দিয়ে দেওয়া হয়েছে। 

Updated By: Oct 13, 2020, 05:50 PM IST
প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, ইউটিউবেই সরাসরি সম্প্রচার বেলুড় মঠের পুজো
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে বড়সড় সিদ্ধান্ত বেলুড় মঠের। এবার পুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে মঠ প্রাঙ্গন। তবে এবছর বাড়িতে বসেই বেলুড়ের পুজো দেখতে পাবেন সকলে। ইউটিউবে সরাসরি সম্প্রচার হবে বেলুড় মঠের পুজো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর নির্ঘণ্টও দিয়ে দেওয়া হয়েছে। 

রইল চ্যানেলের লিঙ্ক দেওয়া 

https://www.youtube.com/playlist?list=PLqEnDmU-uEgTvk5nycRuRyHHzHaoNkxl-

আজ বেলুড় মঠের সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করেন হাওড়া সিটি পুলিসের কর্তারা। দু-হাজার সাল পর্যন্ত মঠের মূল মন্দিরেই পুজো হত। পরে তা বাইরের প্রাঙ্গনে আনা হয়। এবছর ফের মূল মন্দিরের পুজোর আয়োজন করা হচ্ছে। দর্শনার্থীরা থাকবেন না। বিতরণ করা হবে না প্রসাদও। তবে, প্রতিবছরের মতোই কুমারি পুজোর আয়োজন হবে। কিন্তু, সেখানেও ভক্ত -দর্শনার্থীদের প্রবেশ বন্ধই থাকছে। আর সবটাই ঘরে বসে প্রত্যক্ষ করতে পারবেন সকলেই।

.