নির্বাচন কমিশনের নির্দেশে আজ রাত থেকে ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান

কমিশনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সপ্তম দফার ৯ কেন্দ্রে বন্ধ থাকবে যাবতীয় মদের দোকান। 

Updated By: May 16, 2019, 05:37 PM IST
নির্বাচন কমিশনের নির্দেশে আজ রাত থেকে ৩ দিন বন্ধ থাকবে মদের দোকান

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ দফায় হিংসা রুখতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। আর তাই ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ করেছে তারা। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। এবার নির্বাচন হিংসামুক্ত করতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত ১০টা থেকে সপ্তম দফার ৯ কেন্দ্রে বন্ধ থাকবে যাবতীয় মদের দোকান। 

 

বৃহস্পতিবার রাত ১০টায় এরাজ্যে শেষ হবে লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রচার। কমিশনের তরফে আবগারি দফতরকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বসিরহাট, বারাসত, দমদম, জয়গনর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। অন শপ ও অফ শপ দু'ধরণের দোকানই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কমিশন। ফলে বন্ধ থাকবে বারগুলিও। রবিবার ভোটগ্রহণ শেষ না-হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। 

  

.