ইভিএম বদলানোর ষড়যন্ত্র হচ্ছে, ধরতে পারলে জীবন গড়ে দেওয়ার আশ্বাস মমতার
ডায়মন্ড হারবারে এদিন মমতা বলেন, 'মেশিন বদলানোর পরিকল্পনা করেছে। ইভিএম পাহারা দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না। মা-বোনেরা এগিয়ে যাবেন। কোথাও ঢুকতে দেবেন না।'
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রচারের শেষ দিনে বিজেপির বিরুদ্ধে EVB বদলের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দলীয় কর্মীদের এব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
ডায়মন্ড হারবারে এদিন মমতা বলেন, 'মেশিন বদলানোর পরিকল্পনা করেছে। ইভিএম পাহারা দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না। মা-বোনেরা এগিয়ে যাবেন। কোথাও ঢুকতে দেবেন না।'
সঙ্গে তৃণমূলনেত্রীর আশ্বাস, 'মেশিন বদলানোর ঘটনা ধরিয়ে দিতে পারলে তার জীবন গড়ে দেব। তার দায়িত্ব আমার।'
বলে রাখি, রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এক দিনের প্রচারের সময় জরিমানা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে ১৭ মে বিকেলের পরিবর্তে প্রচার শেষ হবে ১৬ মে রাত ১০টায়। এর পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে ক্ষোভ উগরে দেন মমতা। এগিয়ে আনেন ১৭ মে-র যাবতীয় কর্মসূচি।