করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ইস্টার্ন কম্যান্ড ব্রিগেডিয়ারের
সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন ভারতীয় সেনার ইএমই ইস্টার্ন কম্যান্ড ব্রিগেডিয়ার বিকাশ শ্যামল। করোনাভারাসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার সকালে হাসপাতালে দেহত্যাগ করলেন তিনি।
ভারতীয় সেনার ৬টি অপারেশনাল কম্যান্ডের মধ্যে একটি ইস্টার্ন কম্যান্ড। ফোর্ট উইলিয়ামে কর্মরত ছিলেন ইএমই ইস্টার্ন কম্যান্ডের ব্রিগেডিয়ার বিকাশ শ্যামল।
সূত্রের খবর, কয়েকদিন আগে জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত অসুখ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই তাঁর কোভিড পজিটিভ মেলে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একইসঙ্গে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়েও। তবে, চিকিত্সায় করোনা-মুক্ত হয়েছেন তাঁরা।
গত ৩০ জুন পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীতে ৫৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১,০১৮ জন সীমান্তরক্ষী জওয়ান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিত্সাধিন ৩৪৫ জন। সুস্থ হয়েছে প্রায় ৬৫৯ জন। করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৪ জওয়ান।
আরও পড়ুন : আনলকে একদিনে Corona আক্রান্ত ১৯ হাজারেরও বেশি, বিশ্বে চতূর্থ ভারত