নিম্নচাপের জেরে আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা!
বিদেশি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। তার জেরে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: শাড়ির আঁচল দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা, এগোতেই যে দৃশ্য চোখে পড়ল
বিদেশি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি আগামী ১২-১৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী হবে। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। তবে এই পথে নিম্নচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: ১৬০ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে মাঝেরহাটে নতুন ব্রিজ!
২৯-২ নভেম্বরের মধ্যে গাঙ্গেয় উপকূলবর্তী দুই জেলায় ভারী বর্ষণ হতে পারে। দুই ২৪ পরগনা, কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুদিন আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুন: দমদম পার্ক গুলিকাণ্ডে আটক বাবু ঘনিষ্ঠ শানু!