বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযান চালিয়ে উদ্ধার ১৫ মোবাইল ফোন

জেল সুপার আরও বলেন, সংশোধনাগার ফোন চলে আসার বিভিন্ন রাস্তা রয়েছে

Updated By: Jun 17, 2021, 05:14 PM IST
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযান চালিয়ে উদ্ধার ১৫ মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদন: জেলে থেকেই বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল মোবাইল ফোনের মাধ্যমে। খবর পেয়েই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযান চালিয়ে ডজনখানেক মোবাইল ফোন উদ্ধার করল পুলিস।

আরও পড়ুন-মালদহ জেলা পরিষদে সমীকরণ বদল? সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের

সংশোধনাগার(Balurghat Central Jail) সূত্রে খবর, দফায় দফায় অভিযান চালিয়ে গত কয়েকদিনে বন্দিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৫টি মোবাইল ফোন।

জেলে ভেতরে কীভাবে আসছে ওইসব মোবাইল ফোন? এনিয়ে জেল সুপার নবীন কুজুর বলেন, বিভিন্ন পথে কয়েদিদের হাতে ওইসব ফোন চলে আসছে। বারবার অভিযান চালিয়ে ওইসব ফোন আমরা উদ্ধার করছি। কোনও কোনও ক্ষেত্রে জিডিও করা হচ্ছে।

আরও পড়ুন-মুকুলের জায়গায় Swapan Dasgupta! বিজেপিতে বড় পদে রাজ্যসভার সাংসদ?

জেল সুপার আরও বলেন, সংশোধনাগার ফোন চলে আসার বিভিন্ন রাস্তা রয়েছে। ভেতরে আম বাগান আছে। তার মধ্যে ছুড়ে দেওয়াও হতে পারে। এগুলো সব কী প্যাড ফোন ও আকারে ছোট। ফলে লুকিয়ে রাখার ক্ষেত্রে সুবিধে হচ্ছে কয়েদিদের।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.