রং বদলালেন রফিকুল, জোটের টিকিটে জিতে ২ মিনিটেই যোগ দিলেন তৃণমূলে
ছিলেন বাম, হলেন তৃণমূল। দলবদলের জন্য সময় নিলেন মাত্র ২ মিনিট। ডোমকল সাক্ষ্মী থাকল 'পৃথিবীর সবথেকে দ্রুত গতির দলবদলের ঘটনা'র। গ্রীষ্মের দাবদাহেই মুর্শিদাবাদের ডোমকলে ফুটল 'তৃণফুল'। প্রথমবার পুরসভা ভোট অনুষ্ঠিত হলে ডোমকলে, আর প্রথমবারেই হৈ হৈ করে জিতল তৃণমূল। ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডেই জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। মাত্র দুটি আসন, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে জয়যুক্ত হয়েছে বিরোধী জোট। আর জয়ের ২ মিনিটের মধ্যেই ২ বিরোধী যোগ দিলেন তৃণমূলে। ২ মিনিটে দলবদল, ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের দেশে এত তাড়াতাড়ি 'পাল্টি খাওয়ার' ঘটনা বোধহয় এটাই। জোটের টিকিটে জিতে দল বদলালেন ৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রার্থী তথা অঞ্চলের কংগ্রেস নেতা আশাদুল ইসলাম এবং ২০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বাম নেতা রফিকুল ইসলাম। বাকি একটি আসনে জয়ী হয়েছে আরও এক জোট প্রার্থী। তবে তৃণমূলের দাবি, ওই জোট প্রার্থীও তৃণমূলে যোগ দেবেন। আর সেটা হলে ডোমকল পুরসভা একেবারে বিরোধী শূন্য হয়ে যাবে।
ওয়েব ডেস্ক: ছিলেন বাম, হলেন তৃণমূল। দলবদলের জন্য সময় নিলেন মাত্র ২ মিনিট। ডোমকল সাক্ষ্মী থাকল 'পৃথিবীর সবথেকে দ্রুত গতির দলবদলের ঘটনা'র। গ্রীষ্মের দাবদাহেই মুর্শিদাবাদের ডোমকলে ফুটল 'তৃণফুল'। প্রথমবার পুরসভা ভোট অনুষ্ঠিত হলে ডোমকলে, আর প্রথমবারেই হৈ হৈ করে জিতল তৃণমূল। ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডেই জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। মাত্র দুটি আসন, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে জয়যুক্ত হয়েছে বিরোধী জোট। আর জয়ের ২ মিনিটের মধ্যেই ২ বিরোধী যোগ দিলেন তৃণমূলে। ২ মিনিটে দলবদল, ভারতের মতো বৃহৎ গণতন্ত্রের দেশে এত তাড়াতাড়ি 'পাল্টি খাওয়ার' ঘটনা বোধহয় এটাই। জোটের টিকিটে জিতে দল বদলালেন ৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রার্থী তথা অঞ্চলের কংগ্রেস নেতা আশাদুল ইসলাম এবং ২০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বাম নেতা রফিকুল ইসলাম। বাকি একটি আসনে জয়ী হয়েছে আরও এক জোট প্রার্থী। তবে তৃণমূলের দাবি, ওই জোট প্রার্থীও তৃণমূলে যোগ দেবেন। আর সেটা হলে ডোমকল পুরসভা একেবারে বিরোধী শূন্য হয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৬ বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিলেন জোট প্রার্থী তথা সিপিআইএম নেতা আনিসুর রহমান। একবছরের মধ্যেই সেই জমি হারাল জোট।