মালদা মেডিক্যাল কলেজ: চিকিত্‍সককে পেটাল চিকিত্‍সকরাই

চিকিত্‍সককে পেটাল চিকিত্‍সকরাই। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। গতকাল রাতে মালদা মেডক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক অসুস্থ এক রোগীর প্রেসক্রিপশন করেন।  কিন্তু জুনিয়র চিকিত্‍সকরা প্রেসক্রিপশন মেনে চিকিত্‍সা করতে অস্বীকার করেন। ঘটনার প্রতিবাদ করেন হাসপাতালের সিনিয়র চিকিত্‍সক আখতার উজ্জামান। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে সিনিয়র চিকিত্‍সকের ওপর চড়াও হয় জুনিয়র চিকিত্‍সকরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। গোটা ঘটনা জানিয়ে  ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিত্‍সক।  হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্তের জন্য চার সদস্যের কমিটি তৈরি করেছেন। আরও পড়ুন- অঙ্গনওয়াড়ি থেকে বুথ সম্মেলনের জন্য চাল-ডাল না দেওয়ায় দিদিমণিকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

Updated By: Jul 11, 2017, 09:20 PM IST
মালদা মেডিক্যাল কলেজ: চিকিত্‍সককে পেটাল চিকিত্‍সকরাই

ব্যুরো: চিকিত্‍সককে পেটাল চিকিত্‍সকরাই। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। গতকাল রাতে মালদা মেডক্যাল কলেজ হাসপাতালের চিকিত্‍সক অসুস্থ এক রোগীর প্রেসক্রিপশন করেন।  কিন্তু জুনিয়র চিকিত্‍সকরা প্রেসক্রিপশন মেনে চিকিত্‍সা করতে অস্বীকার করেন। ঘটনার প্রতিবাদ করেন হাসপাতালের সিনিয়র চিকিত্‍সক আখতার উজ্জামান। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে সিনিয়র চিকিত্‍সকের ওপর চড়াও হয় জুনিয়র চিকিত্‍সকরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। গোটা ঘটনা জানিয়ে  ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিত্‍সক।  হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্তের জন্য চার সদস্যের কমিটি তৈরি করেছেন। আরও পড়ুন- অঙ্গনওয়াড়ি থেকে বুথ সম্মেলনের জন্য চাল-ডাল না দেওয়ায় দিদিমণিকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

.