"নেপালি বাঙালিদের খেপিয়ে তুলছেন, মমতা চান পাহাড়ে গন্ডগোল বাঁধাতে", ফের সরব দিলীপ
উত্তরবঙ্গ নিয়েও তাঁকেই দোষারোপ করলেন বিজেপি নেতা। তিনি এদিন বলেন, ''মুখ্যমন্ত্রী বরাবরই গন্ডগোল বাধাতে চান। শান্ত পাহাড়কে সেখানে লোকজনদের খেঁপিয়ে পাঁচ বছর ধরে অশান্ত করে তুলেছে।
নিজস্ব প্রতিবেদন: কেবলমাত্র সাহিত্য আকাদেমি পুরস্কার নিয়েই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই তোপ দেগেছেন দিলীপ ঘোষ। এবার উত্তরবঙ্গ নিয়েও তাঁকেই দোষারোপ করলেন বিজেপি নেতা। তিনি এদিন বলেন, ''মুখ্যমন্ত্রী বরাবরই গন্ডগোল বাধাতে চান। শান্ত পাহাড়কে সেখানে লোকজনদের খেঁপিয়ে পাঁচ বছর ধরে অশান্ত করে তুলেছে। পাহাড়ের হিংসা গুলি চললো, কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। জঙ্গলমহলে আবার পোস্টার লাগিয়ে নকশাল নকশাল বলে হওয়া তুলছে।''
দিলীপ ঘোষ আরও বলেন, ''ওনার যে রাজনীতি তাতে পাহাড়ে নেপালী বাঙালিকে লড়িয়ে দিচ্ছেন, রাজবংশী ভাটিয়া উড়িয়ে দিচ্ছেন, এদিকে আদিবাসী আনাদিবাসী লড়িয়ে দিচ্ছেন। কিছুই করতে পারবেন না শুধু এইসব করছেন। কোন কিছুই করতে পারবেন না উনি শুধু নাটক করছেন।''
এদিন জিটিএ প্রসঙ্গে তিনি বলেন, জিটিএ করে কি লাভ হয়েছে? উনি এগ্রিমেন্ট করেছিলেন প্রকৃতপক্ষে কি সেখানে মানুষের উন্নতি হয়েছে? ন্যায় পেয়েছে? উন্নয়ন কি হয়েছে? বরং দুর্নীতি বেড়েছে নিজেদের লোকেদের বসাতে চেয়ে ছিলেন পারেননি। তাই তারাই মারামারি করেছে। ওখানকার লোক মারা গিয়েছে,না খেয়ে থেকেছে এবং এর জন্য পুরো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির আলাদা রাজ্য দাবি প্রসঙ্গে তিনি বলেন, ''কেউ আলাদা রাজ্যের দাবি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার থেকে বাঁচতে এগুলি করতে হয়েছে। এ রাজ্যের সব জায়গায় এই দাবি উঠেছে, জঙ্গলমহল থেকে কেউ কেউ আলাদা রাজ্যের দাবি তুলছেন। জঙ্গলমহল থেকে কেউ কেউ এ কথাও বলছেন সেখানকার লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে আমাদেরকে জিতিয়েছেন। এলাকার কোনও উন্নয়ন হয়নি । তাই চাকরির জন্য মানুষকে বাইরে যেতে হচ্ছে। পড়াশোনার কোনও ব্যবস্থা নেই, চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। এমস হাসপাতাল ওখানেই হওয়ার কথা ছিল সেখান থেকে তিনি তুলে নিয়ে এসেছেন। তাই মানুষের মনে ক্ষোভ তো হবেই।''
আরও পড়ুন, Purulia: গ্রামের শিক্ষিত বেকারদের সরকারি চাকরির টোপ দিয়ে 'প্রতারণা', ধৃত মূল পাণ্ডা-সহ ৪