পুজো দেখতে এ বার বেলুড় মঠে ঢুকতে পারবে না বাঙালি

করোনা পরিস্থিতিতে বেলুড় মঠের দুর্গা পুজোয় এ বছর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ। 

Updated By: Oct 13, 2020, 03:24 PM IST
পুজো দেখতে এ বার বেলুড় মঠে ঢুকতে পারবে না বাঙালি

নিজস্ব প্রতিবেদন: শোনা যাচ্ছিলই। অবশেষে সেটাই সত্যি হল। করোনা পরিস্থিতিতে বেলুড় মঠের দুর্গা পুজোয় এ বছর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকছে। 

মঙ্গলবার মঠের পুজোর বিষয়ে বেলুড় মঠের সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। তখনই এই সিদ্ধান্ত করা হয়। 

প্রসঙ্গত, ২০০০ সাল পর্যন্ত মঠের মূল মন্দিরের ভিতরেই পুজো হত। পরে তা বাইরের প্রাঙ্গণে আয়োজিত হত। দর্শনার্থীদের সংখ্যাও ইদানীংকালে লাফিয়ে-লাফিয়ে বাড়ছিল মঠে। সব দিক খতিয়ে দেখে এ বছর সিদ্ধান্ত হয়েছে, করোনা পরিস্থিতিতে ফের মূল মন্দিরের ভিতরেই ফিরে যাবে পুজোর আয়োজন। 

অতিমারি-পরিস্থিতি পর্যালোচনা করেই এ বছর পুজোয় মঠে দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করল বেলুড় মঠ। কোনও প্রকার প্রসাদও বিতরণ করা হবে না। 

তবে প্রতি বছরের মতোই হবে কুমারী পুজো। একটি ছোট্ট বদল অবশ্য আছে এ ক্ষেত্রে। প্রতি বছর কুমারীকে সন্ন্যাসীরাই কোলে করে পুজোর মঞ্চে নিয়ে আসেন। এ বছর এ কাজটি করবেন সংশ্লিষ্ট কুমারীর পরিবারের সদস্যরাই।

আরও পড়ুন: নাকতলা উদয়নের পুজোয় এ বার ভাঙা ম্যাটাডর আর বেকার মেঘ

.