Dev | Hiran Chatterjee: '১০ থেকে ২০-র মধ্যেই খুন হবে কেশপুরে', বিস্ফোরক দেব!

Dev Vs Hiran in Ghatal:  "আমরা দেবের বিরুদ্ধে এফআইআর করছি। কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুনের পরিকল্পনাটা ওনার। খুন করবেন আমাদের বিজেপি কর্মীকে।"

Updated By: May 9, 2024, 03:57 PM IST
Dev | Hiran Chatterjee: '১০ থেকে ২০-র মধ্যেই খুন হবে কেশপুরে', বিস্ফোরক দেব!

চম্পক দত্ত: ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের আশঙ্কা আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হবে কেশপুরে। একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আজ কেশপুরের মাটিতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দেব। আজ কেশপুরে একাধিক কর্মসূচিতে যোগ দেন দেব। পাশাপাশি ভাইরাল অডিয়ো প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব দাবি করেন,'এইসব কাজ একটা লোক-ই করছে। সে চায়না যে আমি জিতি। সেই জন্য সে সব রকম ভাবে চেষ্টা করছে দলের ক্ষতি করার জন্য।'

দেব এদিন বলেন, "আমাদের কাছে এখনও পর্যন্ত যা খবর এসেছে, বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে, তাতে আমাদের কাছে খবর রয়েছে যে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোনও রাস্তা নেই। ১০ থেকে ২০ তারিখের মধ্যে ওরা এই মৃত্যুর রাজনীতি শুরু করতে চলেছে । বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি। শান্ত রাখার চেষ্টা করেছি। জেতার জন্য বিজেপি প্রার্থী ও বিজেপি দল যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সেইজন্যে আমি আগাম জানিয়ে রাখলাম প্রশাসনকে ও নির্বাচন কমিশনকে।" 

একইসঙ্গে হিরণ সম্পর্কে দেব বলেন, "হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে তো ও হেডলাইনে আসবে না। নিজের কাজের কথা একটাও বলছে না। ওনার দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন? উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদ-ই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন দেখা ভালো, কিন্তু মানুষ ওর সঙ্গে নেই। মানুষ কেন ওর নিজের দল-ই ওর সঙ্গে নেই। যে কথাগুলি ও বলছে, তার একটাও তাঁর দলের কোনও নেতা বলছে না। একজন বিধায়ক আছে সে-ও কোনওদিন আমার কথা বলেছে না। ওদের জেলা সভাপতি রয়েছে, সেও আমাকে নিয়ে কিছু বলছে না। কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে!" 

ওদিকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পালটা বলেন, "আমরা দেবের বিরুদ্ধে এফআইআর করছি। কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন । খুনের পরিকল্পনা তো ওনার। বিজেপি কোন খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? এটা কি বিশ্ব ব্রাহ্মান্ড কোথাও হয়েছে, শুনেছেন পৃথিবীতে? অতএব খুনের পরিকল্পনাটা ওনার। খুন করবেন আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। যে আমাদের কোনও বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে। উনি যে খুন করার পরিকল্পনা করছেন তার জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।" 

আরও পড়ুন, Air India Express: ২ মিনিটের নোটিসে সবাই 'অসুস্থ'! পাইলটদের গণছুটিতে বেসামাল টাটার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.