শীতের পথে কাঁটা নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে দিনের তাপমাত্রা। তবে রাতে তাপমাত্রার পারদ চড়বে।

Updated By: Dec 9, 2017, 09:07 AM IST
শীতের পথে কাঁটা নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : কে বলবে এটা ডিসেম্বর? জাঁকিয়ে শীতের কোনও দেখাই নেই। বরং চলছে বৃষ্টির দাপট। শীতের পথে এবার কাঁটা হয়ে দাঁড়াল নিম্নচাপ। উত্তুরে হাওয়ার পথ আটকে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া গভীর নিম্নচাপ।

আরও পড়ুন- টাওয়ার শেয়ার করে কলড্রপের সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা

এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে দিনের তাপমাত্রা। তবে রাতে তাপমাত্রার পারদ চড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১২ ঘণ্টার মধ্যে অবশ্য গভীর নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে দাবি আবহাওয়া দফতের। তবে এটি সরে গেলেই যে শীত জাঁকিয়ে পড়বে, এখনই একথা নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহবিদরা। কারণ তারপরই হাজির হয়ে যাবে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে কনকনে উত্তুরে হাওয়া গায়ে মেখে, শীতে ঠকঠকিয়ে কাঁপা, এসব এখনও দূরস্ত!

.