পুলিসি হেফাজতে নাবালকের মৃত্যু, বিজেপির বিক্ষোভে জ্বলছে বীরভূম

তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রাস্তায় টায়ার জ্বালিয়েও চলছে বিক্ষোভ।   

Updated By: Oct 30, 2020, 05:35 PM IST
পুলিসি হেফাজতে নাবালকের মৃত্যু, বিজেপির বিক্ষোভে জ্বলছে বীরভূম
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: পুলিস হেফাজতে নাবালকের রহস্যমৃত্যু। বীরভূমের মল্লারপুর থানার বাউড়ি পাড়ার বাসিন্দা বছর ১৫-র ওই নাবালক। মোবাইল চুরির অভিযোগে দিন তিনেক আগে পাকড়াও করে পুলিস। অভিযোগ, থানার মধ্যে রেখেই মারধর করা হয় তাকে। আজ সকালে বাড়িতে মৃত্যু সংবাদ পাঠায় পুলিস। তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। রাস্তায় টায়ার জ্বালিয়েও চলছে বিক্ষোভ। 

আরও পড়ুন: প্রকাশ্য়ে মদ্যপানের বিরোধীতা করায় রোশের মুখে! মারধরে মৃত্যু বৃদ্ধের, জখম একাধিক

বিক্ষোভকারীদের দাবি, নাবালক হওয়া সত্বেও নিজেদের হেফাজতে কেন নিল পুলিস। যদিও জেলা পুলিস সুপারের দাবি, তাকে লকআপের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। শৌচাগারে যাওয়ার কথা বলে সেখান থেকে উঠে যায় ওই যুবক। শৌচাগারেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার মল্লারপুর বনধের ডাক দিয়েছে বিজেপি। 

.