আতঙ্ক অতীত, বড়দিনে আলোয়-উৎসবে জমজমাট দার্জিলিং

ম্যালে মানুষের ভিড় দেখে কে বলবে এখানে কয়েক মাস আগেই আন্দোলনের আগুন জ্বলছিল

Updated By: Dec 25, 2017, 09:17 PM IST
আতঙ্ক অতীত, বড়দিনে আলোয়-উৎসবে জমজমাট দার্জিলিং

নিজস্ব প্রতিবেদন:  মোর্চা আন্দোলনের জেরে আতঙ্ক এখন অতীত। সোমবার দার্জিলিংয়ে পাহাড়বাসী মাতল বড়দিনের উৎসবে। শৈলশহরে উৎসবের বাতাসে শ্বাস নিতে হাজির প‌র্যটকরাও।

বেশকিছুদিন বন্ধ থাকার পর পাহাড়ে ফের চালু হয়েছে টয়ট্রেন। ফলে অনেকেই এবার সেই ট্রেনে চড়েই এসেছেন দার্জিলিংয়ে। দু’পাশে কুয়াশাকে পাস কাটিয়ে শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং।

ম্যালে মানুষের ভিড় দেখে কে বলবে এখানে কয়েক মাস আগেই আন্দোলনের আগুন জ্বলছিল। ম্যালে বসে এই শীতেও বসে আইসক্রিম খাওয়া, ঘোড়ায় চড়া ফের ফিরে এসেছে এবারের বড়দিনে। সোমবার দিনভর সেখানে থিকথিক করছে প‌র্যটকরা।

রবিবার রাত থেকেই আলোয় সেজেছে দার্জিলিং। গীর্জায় র্গীজায় প্রার্থনা, কয়ার। কেকের দোকানে ঠাসাঠাসি ভিড়। সব মিলিয়ে জমজমাট দার্জিলিং।

আরও পড়ুন-টি-টেন ম্যাচে ২৬ বলে শতরান বাবর আজমের

.