বাংলায় খেল দেখানো শুরু 'অশনি'র, আচমকা বদলে গেল দিঘার আকাশ, ফুঁসছে সমুদ্র

নিজস্ব প্রতিবেদন : বাংলায় খেল দেখানো শুরু করল ঘূর্ণিঝড় 'অশনি'। আচমকাই দিঘার আবহাওয়ায় পরিবর্তন। আমূল বদলে গেল দিঘার আকাশ। মুহূর্তে সৈকতনগরীর আকাশে কালো মেঘের ঘনঘটা। শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ফুঁসতে শুরু করেছে সমুদ্রও। হাওয়ার বেগ বাড়তেই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। 

ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কী কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে?

## ২টি NDRF টিমের একটি দিঘাতে ও আরেকটি কাঁথি-২ দেশপ্রাণ ব্লকে মোতায়েন করা হয়েছে।

## ২টি SDRF টিমের একটি নন্দীগ্রামে ও আরেকটি কাঁথি-১ ব্লকে মোতায়েন করা হয়েছে।

## ১৫টি জেলা বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে।

## ৬০টি সাইক্লোন সেন্টার প্রস্তুত।

## প্রায় ১৮০০ স্কুল প্রস্তুত রাখা হয়েছে জেলাজুড়ে।

## হলদিয়াতে উপকূল রক্ষীবাহিনীর দুটি ওভারক্রাফ্ট সহ উদ্ধারকারী জাহাজ, এয়ারক্রাফট প্রস্তুত রাখা হয়েছে।

## পর্যাপ্ত পানীয় জল সরবরাহের জন্য পাউচ প্রস্তুত করা হচ্ছে। 

## উপকূলের ৯টি ব্লক অফিসে ও ২টি মহকুমাশাসকের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

## দিঘা, মন্দারমনি, তাজপুর পর্যটনকেন্দ্র সহ উপকূলে প্রায় ১০০০ নুলিয়া ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে।

## মন্দারমনি, তাজপুর, খেজুরি সহ বিভিন্ন জায়গায় সমুদ্র বাঁধের ফাটল আপৎকালীন মেরামত করার জন্য জেসিবি, বালির বস্তা  মজুত করা হয়েছে। মোতায়েন রাখা হয়েছে কর্মীও।

আরও পড়ুন, আতঙ্কের নাম 'অশনি', মোকাবিলায় আঁটসাঁট ব্যবস্থা দক্ষিণ ২৪ পরগনায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Cyclone Ashani Disaster Preparedness at East Medinipur
News Source: 
Home Title: 

বাংলায় খেল দেখানো শুরু 'অশনি'র, আচমকা বদলে গেল দিঘার আকাশ, ফুঁসছে সমুদ্র

বাংলায় খেল দেখানো শুরু 'অশনি'র, আচমকা বদলে গেল দিঘার আকাশ, ফুঁসছে সমুদ্র
Caption: 
নিজস্ব চিত্র
Yes
Is Blog?: 
No
Section: