ফের বোমা উদ্ধার বীরভূমে
বোমা কারখানা বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে বার বার বোমা উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে বীরভূম। এবারও ঘটনাস্থল কাঁকড়তলা। ফের উদ্ধার তাজা বোমা।
ওয়েব ডেস্ক : বোমা কারখানা বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে বার বার বোমা উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে বীরভূম। এবারও ঘটনাস্থল কাঁকড়তলা। ফের উদ্ধার তাজা বোমা।
গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় পুলিস। স্থানীয় বড়রা গ্রামের একটি পুকুর পাড়ের সারগাদা থেকে ১ ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। শুধু কাঁকড়তলাই নয়, ১ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে নানুরের পাঁপুড়ি গ্রামের মাঠ থেকেও। সদাইপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া পান্তুরিয়া বাস স্ট্যান্ডের পিছনে মিলল পিস্তল।
সম্প্রতি, বীরভূমে গিয়ে প্রশাসনিক বৈঠকে প্রশাসনকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, জেলাজুড়ে বন্ধ করতে হবে সব বোমা তৈরির কারখানা। কোনও পরিস্থিতিতেই সন্ত্রাস বরদাস্ত করা হবে না। তারপরও এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন।
আরও পড়ুন- পুলিসের চোখে ধুলো দিয়ে বেলঘরিয়া থানা থেকে ফেরার বন্দি