সংযুক্ত মোর্চা ভাঙবে না সিপিএম, সাফ জানালেন সূর্যকান্ত

সূর্যকান্ত বলেন, বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ দলগুলির আরও একত্রিত হওয়া প্রয়োজন

Updated By: Jul 10, 2021, 09:29 PM IST
সংযুক্ত মোর্চা ভাঙবে না সিপিএম, সাফ জানালেন সূর্যকান্ত

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটে আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে ক্ষোভ রয়েছে বামফ্রন্টের অন্দরে। শরিকদের একাংশের দাবি, আইএসএফকে সঙ্গে নেওয়ার বিরূপ প্রভাব পড়েছে ভোটের ফলাফলে। এবার সেই জোট নিয়েই মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুন-আরও গাঢ় জাল সিবিআই কৌঁসুলির গেরুয়া-যোগ, সনাতনের বাড়িতে মিলল BJP-VHP-র 'নথি' 

জেলা কমিটির বৈঠকে যোগ দিতে শনিবার আলিপুরদুয়ারে আসেন সূর্যকান্ত। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় বলেন, আইএসএফকে নিয়ে যে সংযুক্ত মোর্চা তৈরি করা হয়েছিল তা ভাঙবে না সিপিএম।

উল্লেখ্য, বিধানসভার শোচনীয় ফলাফলের পর বাম শরিকদের একাংশের দাবি ছিল কংগ্রেস ও আইএসএফকে নিয়ে ভোটে লড়ার ফলেই মুখ ফিরিয়েছেন সমর্থকরা। তার থেকে বরং ওই দুই দলকে ছেড়ে একা লড়ুক সিপিএম।

আরও পড়ুন-রাজনীতি ছেড়ে ফের খেলার ময়দানে, এবার কোচের ভূমিকায় Laxmi Ratan Shukla

এদিন এনিয়ে সূর্যকান্ত বলেন, বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ দলগুলির আরও একত্রিত হওয়া প্রয়োজন। তাই এই জোট। এতে ফ্রন্টের কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই। আগামী ২১ জুলাই এনিয়ে বামফ্রন্টের বৈঠক রয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.