নাবালিকাকে বিয়ে! পুলিসের ভয়ে বাড়ি ছেড়ে পালালেন কাউন্সিলর

স্থানীয় কাউন্সিলরের এমন কাজে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ।

Updated By: Mar 13, 2019, 12:43 PM IST
নাবালিকাকে বিয়ে! পুলিসের ভয়ে বাড়ি ছেড়ে পালালেন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি- নাবালিকাকে বিয়ে। স্বাভাবিকভাবেই আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। আর তাই ভয়ে বাড়ি থেকে পালালেন দাঁইহাট পুরসভার সিপিএম কাউন্সিলর কার্তিক মণ্ডল। নাবালিকার বিয়ের খবর পেয়ে জেলা চাইল্ড লাইনের আধিকারিক কাটোয়া ব্লক প্রশাসনের বেশ কিছু কর্তা ও পুলিসকে সঙ্গে নিয়ে কাটোয়ার বেরা গ্রামের সিদ্ধেশ্বরী তলায়  অভিযান চালান। উদ্ধার করেন নাবালিকাকে।  

আরও পড়ুন-  জোড়া পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরে মৃত ৫, আহত ৫

অভিযুক্ত কাউন্সিলর কার্তিক মণ্ডল পুলিসি অভিযানের খবর পেয়েছিলেন আগেই। ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান আগে-ভাগেই। যদিও নাবালিকার দাবি,  কার্তিক মণ্ডলের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই কার্যত বাধ্য হয়েই তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছে। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া নাবালিকাকে স্থানীয় ঠাকুরতলায় বিয়ে করেন দাঁইহাট পুরসভার ১৪ নং ওয়ার্ডের সিপিএমের কাউন্সিলর কার্তিক মণ্ডল। 

আরও পড়ুন-  এক রত্তি সন্তানকে নিয়ে লড়াইয়ের প্রত্যয় কৃষ্ণগঞ্জের প্রয়াত বিধায়কের স্ত্রীর

স্থানীয় কাউন্সিলরের এমন কাজে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। তাঁদের সাফ যুক্তি, কাউন্সিলর নিজেই যদি আইন ভাঙেন তা হলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পূর্ব বর্ধমান জেলা চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহার অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিস অভিযুক্ত কাউন্সিলরকে খুঁজছে।
 

.