মুর্শিদাবাদ, কলকাতা, দিল্লি, নেপাল, দুবাই, বাংলাদেশে বাড়ির ছড়াছড়ি গরু পাচারকাণ্ডের মাথা এনামুলের!

সল্টলেকের সেই বাড়িতে বাংলাদেশের বহু লোকের জমায়েত হত।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Sep 26, 2020, 08:12 PM IST
মুর্শিদাবাদ, কলকাতা, দিল্লি, নেপাল, দুবাই, বাংলাদেশে বাড়ির ছড়াছড়ি গরু পাচারকাণ্ডের মাথা এনামুলের!
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : গরু পাচারকাণ্ডে নয়া মোড়। মুর্শিদাবাদে বাড়ি ছাড়াও কলকাতার বেনিয়াপুকুরে, দিল্লিতে বাড়ি রয়েছে অভিযুক্ত এনামুল হকের। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে এনামুলের সম্পত্তি। দুবাই, বাংলাদেশ, নেপালে বাড়ি আছে এনামুলের। 

তদন্তে আরও জানা গিয়েছে, সল্টলেকে সতীশ কুমারকে কোটি টাকার বাড়ি কিনে দিয়েছিল এনামুল। সল্টলেকের সেই বাড়িতে বাংলাদেশের বহু লোকের জমায়েত হত। তদন্তে নেমে সিবিআই-এর নজরে এখন সেই বাড়ি। বাংলাদেশ থেকে কারা আসত সল্টলেকের বাড়িতে? খতিয়ে দেখেছে সিবিআই।

প্রসঙ্গত, গতবছর হারুদাঙ্গা এলাকায় পাচারের সময় গরুর গলায় সকেট বোমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে বিএসএফ-এর নজরে পড়ে যায় সেই বোমা। বোমা উদ্ধার করতে সক্ষম হন বিএসএফ জওয়ানরা। এখন তদন্তে নেমে সিবিআই মনে করছে, সেটার পিছনেও এনামুলের হাত ছিল। 

বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল এনামুলের। সিবিআই মনে করছে, সেই জন্যই সমস্তরকম প্রভাব খাটিয়ে বেঁচে যেত এনামুল। এখনও পর্যন্ত গরুপাচার মামলায় সিবিআই-এর নজরে ১২ জন। তাঁদের মধ্যে ৫ জন কাস্টম অফিসার, ৪ জন বিএসএফ-এর কর্মী আছেন। এছাড়াও আছেন ২ জন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিও।

আরও পড়ুন, ভেঙে পড়ল দেওয়াল, উড়ে গেল টিনের ছাউনি! বড়সড় বিস্ফোরণ বর্ধমানের শিশু শিক্ষাকেন্দ্রে

.