Covid Update: কলকাতাতেই ২৩৯, ভোটের বাংলায় নতুন করে একদিনে ৬০০ পার করল করোনার সংক্রমণ

বুথে ঢোকার ক্ষেত্রে ইতিমধ্য়েই Mask-Gloves বাধ্যতামূলক করেছে কমিশন। করোনা সংক্রমণ ঠেকাতে কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। 

Updated By: Mar 26, 2021, 09:33 PM IST
Covid Update: কলকাতাতেই ২৩৯, ভোটের বাংলায় নতুন করে একদিনে ৬০০ পার করল করোনার সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরুর প্রাক্কালেই ফের চোখ রাঙাতে শুরু করে দিল করোনা। একদিনে নতুন করে ফের রাজ্যে করোনায় (Covid 19) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। যারমধ্যে কলকাতাতেই নতুন করে আক্রান্ত প্রায় আড়াইশো ছুঁই ছুঁই। সবমিলিয়ে ভোটের বাংলায় করোনা তার থাবা ফের চওড়া করছে বলেই আশঙ্কাপ্রকাশ করছে ওয়াকিবহল মহল।

রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায়  (Covid 19) আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। এরমধ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছেন কলকাতায়, ২৩৯ জন। এরপরই আছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। এখন ভোটের বাংলায় (WB Assembly Election 2021) বিভিন্ন রাজনৈতিক দলের লাগাতার কর্মসূচি লেগেই রয়েছে। নির্বাচনী প্রচারে জনসভা, কর্মীসভা, মিছিল, রোড শো করছে সব দল-ই। বিশেষজ্ঞদের মতে এধরনের কর্মসূচিতে স্বাভাবিকভাবেই মানুষের ভিড় থাকে। ফলে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যায়। 

উল্লেখ্য, করোনা (Covid 19) আবহের মধ্যে এবার রাজ্যে ভোট, এই পরিস্থিতিতে বুথে ঢোকার ক্ষেত্রে ইতিমধ্য়েই Mask-Gloves বাধ্যতামূলক করেছে কমিশন। করোনা সংক্রমণ ঠেকাতে কড়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথা- ১) বুথে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে, ২) ডান হাতে গ্লাভস পরে থাকতে হবে, ৩) ভোট দেওয়ার পর ওই গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, ৪) প্রতিটি বুথের বাইরে স্যানিটাইজার থাকবে, ৫) ভোটদাতার বাঁ হাত খালি থাকবে, ওই হাতে কালি লাগানো হবে, ৫) দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রির বেশি হলে তাঁরা সবার সঙ্গে ভোট দিতে পারবেন না। তাঁদের জন্য থাকছে আলাদা নির্দিষ্ট সময়। তবে এসবের পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সংক্রমণের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও ঘোষণা করা হয়েছে লকডাউনও। এমতাবস্থায় কোনও কোনও মহল থেকে করোনার দ্বিতীয় ওয়েভের আশঙ্কার কথাও বলা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের আগে এদিন বুথকর্মীদের ভোট সরঞ্জাম ছাড়াও দেওয়া হয়েছে করোনা সুরক্ষা কিট। EVM-ভিভিপ্যাট কন্ট্রোলারের সঙ্গেই এবার নতুন সংযোজন এই কিট। যাতে থাকছে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ও ফেস শিল্ড। সবমিলিয়ে এখন দেখার ভোট চলাকালীন বা ভোট মিটলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়!

আরও পড়ুন, WB assembly election 2021 : এখনই মামলা Reopen বা শাস্তি নয়, নন্দীগ্রামে ভোটের আগে 'সুপ্রিম' স্বস্তি সুফিয়ানের

২৪ ঘণ্টায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে Corona, দিনে সংক্রমণ ৬০ হাজার ছুঁই ছুঁই

.