তোলাবাজির প্রতিবাদ করায় এবার আক্রান্ত খোদ জনপ্রতিনিধি
Updated By: Jul 31, 2017, 04:28 PM IST
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বারবার নির্দেশ দিয়েছেন যে, তোলাবাজি কিছুতেই বরদাস্ত করা হবে না। এই সংস্কৃতি এবার চিরতরে বন্ধ করতে হবে। কিন্তু, রোগ যে বাড়তে বাড়তে এবার সীমাও পেরিয়ে যাচ্ছে সব। কারণ, তোলাবাজির প্রতিবাদ করায় এবার আক্রান্ত খোদ জনপ্রতিনিধি। বারাকপুরে খুলে আম গুণ্ডারাজ।
আরও পড়ুন বুধবার রাজ্যে নিয়ে আসা হচ্ছে সুচকাণ্ডের প্রধান অভিযুক্ত সনাতন ঠাকুরকে
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দে আজ টিটাগড় থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ তোলাবাজির প্রতিবাদ করায় গতরাতে তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। তার আগে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ কাউন্সিলরের। অভিযোগ পেলেও, পুলিস কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তী সহ ১৪ জনের নামে খুনের অভিযোগ