রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের দোরগোড়ায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৫৫
গত একদিন কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫৫৪ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ৫১২।
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হল ৫৫ জনের। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৫৮। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হলেন ২,৯৭৪ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ২,৯৬৪। অর্থাত্ আক্রান্তের সংখ্যা বাড়লেও কমলো মৃতের সংখ্যা।
আরও পড়ুন-করোনা পজিটিভ বাড়ির আরও ৪ জন, হোম কোয়ারেন্টিনে দিলীপ ঘোষ
রাজ্য সরকারের তরফে এক বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্য্ন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ল ১,৪৭,৭৭৫। মৃ্ত্যু হল ২,৯৬৪ জনের। রাজ্যে এখনও প্রর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৯৫৪। তবে আশার কথা হলে বাড়ছে সুস্থতার হার। রাজ্যে এই হার এখন দাঁড়িয়েছে ৭৯.৭৫ শতাংশে। সংখ্যার দিক থেকে রাজ্যে এখনও পর্যন্ত ১,১৭,৮৫৭ জন সুস্থ হয়েছেন।
করোনা সংক্রমণ ঠেকাতে স্যাম্পেল টেস্টের সংখ্যা বাড়িয়েছে সরকার। বুধবারই রাজ্যে করোনা স্যাম্পেল টেস্ট হয়েছে ৪০,০৩১টি। সবে মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ১৬,৭৪,১৩৩টি।
আরও পড়ুন-'মুকুল, রাহুল সঙ্গে তথাগত, দল আরও শক্তিশালী হল'
এদিকে, গত একদিন কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫৫৪ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ৫১২। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের।