গত একদিনে করোনা আক্রান্ত-মৃতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

রাজ্য সরকারকে ভাবাচ্ছে কলকাতায় করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৭৫৭ জন

Updated By: Oct 11, 2020, 11:54 PM IST
গত একদিনে করোনা আক্রান্ত-মৃতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: উত্সবের পর দেশজুড়েই করোনার প্রকোপ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অন্য রাজ্যের তুলনায় কম হলেও পুজোর আগেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য তিন লাখের কাছাকাছি গিয়ে পৌঁছল।

আরও পড়ুন-শিখদের নিয়ে জঘন্য রাজনীতি হচ্ছে, পাগড়ি বিতর্কে রাজ্যপালকে নিশানা পার্থর

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২,৯৪,৮০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৫৮,৯৪৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩০,২৩৬ জন। সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৬১২ জন। মৃত্যু হল ৫৯ জনের। এনিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫,৬২২।

আরও পড়ুন-রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদাল

অন্যদিকে, রাজ্য সরকারকে ভাবাচ্ছে কলকাতায় করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৭৫৭ জন, মৃত্যু হল ১৬ জনের। কিন্তু একদিন করোনা আক্রান্তের সংখ্যায় কলকাতাকেও পেছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৩ জন, হাওড়ায় আক্রান্ত ২৮২ জন, হুগলিতে আক্রান্ত হলেন ১৭২ জন।

.