করোনা রোগীর মৃত্যু, উলুবেড়িয়া হাসপাতালে ধুন্ধুমার
হাসপাতালে রোগীর পরিজনদের ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন: করোনা উপসর্গ থাকা এক রোগীর মৃত্যুকে ঘিরে উলুবেড়িয়া সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব, মৃতের বাড়ির লোকজন। হাসপাতালে ভাঙচুর চালান উত্তেজিত পরিজনরা। উলুবেড়িয়া সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালের নতুন বিল্ডিংয়ে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, করোনা উপসর্গ নিয়ে দিন কয়েক আগে উলুবেড়িয়া সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে ভরতি হন ওই রোগী। শনিবার সকালে হঠাৎ তাঁর শ্বাসকষ্টের সমস্য়া হয়। পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৃত রোগীর বাড়ির লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন। ওই রোগীকে প্রয়োজন মতো অক্সিজেন দেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেন। পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে, যখন রোগীর পরিজনরা হাসপাতালে ভাঙচুর শুরু করেন। উলুবেড়িয়া সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালের নতুন বিল্ডিংয়ে ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: Covid রোগীদের জন্য Oxygen পার্লার চালু হল সাগর দত্ত মেডিক্যালে, বাড়ল ৫০ HDU বেড
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উলুবেড়িয়া থানার ওসি কৌশিক কুণ্ডুর নেতৃত্বে ঘটনাস্থলে আসে বিশাল বাহিনী। কোনও মতে রোগীর পরিজনদের শান্ত করা হয়। যদিও চিকিৎসায় গাফিলতির বিষয়টি নিয়ে উলুবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। হাসপাতালের সুপার সুদীপ রঞ্জন কারারের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। অক্সিজেনের অভাবে রাজ্য়ের বিভিন্ন হাসপাতালে প্রত্য়েকদিন যে হারে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে, তা স্বভাবতই চিন্তার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আরও বেশি টিকা ও অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে রাজ্য়কে করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে বলে পালটা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পাশাপাশি, অতিমারি মোকাবিলায় পশ্চিমবঙ্গকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।