ভোটের মাঝেই তিন হাজারের কাছাকাছি চলে গেল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই রাজ্যে চলছে ভোট উৎসব। 

Updated By: Apr 9, 2021, 12:23 AM IST
ভোটের মাঝেই তিন হাজারের কাছাকাছি চলে গেল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৮৩ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি চলে গিয়েছে। এই গতিতে চলতে থাকলে ৩ হাজার পেরানো সময়ের অপেক্ষা বলে মত বিশেষজ্ঞদের।     
  
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই রাজ্যে চলছে ভোট উৎসব। প্রার্থীদের মিছিল থেকে সভা-সমাবেশে মানুষের ভিড় জমছে। এই ছবিই আশঙ্কিত করছে বিশেষজ্ঞদের। কারণ, থেমে নেই করোনা। দৈনিক সংক্রমিতের সংখ্যা ক্রমবর্ধমান। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৭৮৩। মৃত্যু হয়েছে ৭ জনের। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১০৯। 

করোনা (Corona) আক্রান্তের সংখ্যা সর্বাধিক কলকাতায়। তারপরে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৫৯৫ ও ২২১।             

এ দিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে তৈরি থাকতে নির্দেশিকা জারি করেছে নবান্ন। বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। 

আরও পড়ুুন- আবার লকডাউনের ধান্ধা ছিল, দিইনি: Mamata; দরকার নেই, স্পষ্ট করলেন Modi

.