মৃত্যু ও সংক্রমণে ফের রেকর্ড রাজ্যের, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গ

 গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৮৭৬। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ  ১৩ হাজার ৭৮০। একদিনে করোনায় মৃত্যু ৫৯ জন। 

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Apr 23, 2021, 10:04 PM IST
মৃত্যু ও সংক্রমণে ফের রেকর্ড রাজ্যের, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গ

নিজস্ব প্রতিবেদন: করোনা জ্বরে কাঁপছে গোটা বঙ্গ। কোভিড গ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী। অতিমারীর দাপট দিন দিন বাড়ছে। প্রতিদিন প্রায় ৬০০-১০০০ জন বেশি আক্রান্ত হচ্ছেন কোভিডে। শুক্রবার ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল রাজ্য। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৮৭৬। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ  ১৩ হাজার ৭৮০। একদিনে করোনায় মৃত্যু ৫৯ জন।  রাজ্যে মোট করোনায় মৃত্যু হয়েছে ১০৮২৫ জনের।

আরও পড়ুন:এবার ‘আত্মনির্ভর’ হওয়ার ডাক দেবের

সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শহর কলকাতায়। শহরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২৮৩০ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ২৫৮৫ জন। ভোটবঙ্গের ষষ্ঠ দফার পর নির্বাচন কমিশন প্রচারে নিষেধাজ্ঞা এনেছেন। বন্ধ করিয়েছেন রোড শো, ক্যাম্পেন। শুধু পাঁচশ জন দর্শককে নিয়ে করা যাবে জনসভা তাও সবরকম কোভিড বিধি মেনে।

আরও পড়ুন:ভোটপর্ব মিটিয়ে ছেলের কাছে ফিরলেন Raj, মা কাছে নেই, বাবাকে পেয়ে খুশি ইউভান

রাজ্যের অবস্থাও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে বেড নেই, সেফ হোম বা কোয়ারেন্টিন সেন্টার ফুল, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, রক্তও মিলছে না সময়মত, এই পরিস্থিতি  চিন্তার ভাঁজ সকলের কপালে। এই অবস্থায় দাঁড়িয়েও মাস্ক নেই অনেকের মুখে। কবে সতর্ক হবেন মানুষ? চিকিৎসকদের কপালেও চিন্তার ভাঁজ। একের পর এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন এই রোগে। সচেতন হোন মানুষ, বিভিন্ন মাধ্যমে বার্তা দিচ্ছেন বিশিষ্টরা। তারকারাও বিভিন্নভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন, মাস্ক আপ ক্যম্পেন করছেন সোশ্যাল মিডিয়ায়। 

.