দিলীপ যাদবকে সংযত থাকার নির্দেশ, গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে গঠন করা হল কোর কমিটি
কোর কমিটিতে আছেন বিধায়ক প্রবীর ঘোষাল, সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক বেচারাম মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন : হুগলি জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জের। আর তার জেরেই তৈরি করা হল কোর কমিটি। আজ হুগলি জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে ফোন করেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সূত্রের খবর, বৈঠকে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবকে সংযত হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বলেন হুগলি জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে। সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশ দেন। কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেই আজ এই বৈঠক হয়। বৈঠকে গঠন করা হয় কোর কমিটি। জানা গিয়েছে, কোর কমিটিতে আছেন বিধায়ক প্রবীর ঘোষাল, সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক বেচারাম মন্ত্রী।
আগামী শনিবার শ্রীরামপুরে প্রথম বৈঠক হবে এই কোর কমিটির। প্রসঙ্গত, এদিন বৈঠকে প্রবীল ঘোষাল, বেচারাম মান্না সহ অপরূপা পোদ্দার, যাঁরা জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, অসহযোগিতার অভিযোগ করেছিলেন তাঁদের প্রশ্ন করা হয়। তাঁরা তখন স্পষ্ট জানান যে, "দলে শুদ্ধিকরণের হচ্ছে না।" তারপরই কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন, 'কোলাকুলিতেই মিটবে গ্যাপ!' আগামিকাল হুগলির তৃণমূল নেতৃত্বকে অভিষেকের অফিসে তলব
আরও পড়ুন, জেলা সভাপতি দিলীপের বিরুদ্ধে এবার সুর চড়ালেন সাংসদ অপরূপা, হুগলি তৃণমূলে আরও স্পষ্ট হল 'ফাটল'