বিজেপির মিছিলে রাসায়নিক জল, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ লকেটের

তাই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠিতে অবিলম্বে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানোর আর্জি জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। 

Updated By: Oct 14, 2020, 06:20 PM IST
বিজেপির মিছিলে রাসায়নিক জল, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ লকেটের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বিজেপির নবান্ন অভিযান রুখতে কেন জল কামানে ছড়ানো হল রাসায়নিক রঙিন জল? রাজ্যের কাছে জবাব চাইতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। অমিত শাহকে তিনি লিখেছেন, রাজ্যে যে কোনও প্রকারে বিজেপিকে আটকাতে মরিয়া শাসক দল। লাঠিচার্জ, বোমাবাজি তো আছেই। তবে গত আট তারিখের আন্দোলনে যেভাবে পুলিস রঙিন রাসায়নিক জল ব্যবহার করেছিল, তা একেবারে নতুন।

আরও পড়ুন:  কেরল তো দেশে 'প্রথম'! অতঃপর কী বঙ্গ কমরেডগণ!

ওই জলে দেওয়ার ফলে দলের বহু কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন বলেই দাবি করেছেন লকেট। তিনি বলছেন এখনও অনেকে হাসপাতালে ভর্তি। তাই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠিতে অবিলম্বে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানোর আর্জি জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

.