স্বামীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুতে ধৃত স্ত্রীর প্রেমিক

স্বামীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার গ্রেফতার করা হল স্ত্রীর প্রেমিককে। ধৃত ব্যক্তির নাম মিথিলেশ সিংহ। ঘটনাটি দুর্গাপুরের সগড়ভাঙার।

Updated By: Jan 3, 2018, 05:14 PM IST
স্বামীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুতে ধৃত স্ত্রীর প্রেমিক

নিজস্ব প্রতিবেদন : স্বামীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনার গ্রেফতার করা হল স্ত্রীর প্রেমিককে। ধৃত ব্যক্তির নাম মিথিলেশ সিংহ। ঘটনাটি দুর্গাপুরের সগড়ভাঙার।

২০ ডিসেম্বর আগুনে পুড়ে মৃত্যু হয় সগড়ভাঙার বাসিন্দা তাপস মিত্রের। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়, তাপস মিত্রকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্ত্রী মন্দিরা মিত্র। মৃতের ভাই গোপাল মিত্রের সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মন্দিরা মিত্রকে। এবার মন্দিরা মিত্রের প্রেমিক মিথিলেশ সিংহকে গ্রেফতার করল পুলিস।

আরও পড়ুন, রেকর্ড ফলনে বিপত্তি! আলু পচছে হিমঘরের সামনে

মঙ্গলবার মিথিলেশকে গ্রেফতার করে দুর্গাপুর কোকওভেন থানার পুলিস। অভিযোগ, মিথিলেশ সিংহের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মন্দিরা মিত্রের। তা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। অভিযোগ, স্ত্রী ও তাঁর প্রেমিকের প্ররোচনাতেই শেষপর্যন্ত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন তাপস মিত্র।

.