রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা

রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে কোচবিহারের ১ নম্বর ব্লকের পুটিমারী ফুলেশ্বরী গ্রামের। অধিকাংশ বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে ধানক্ষেতে, নয়ত আটকে রয়েছে গাছের ডালে। ভাঙা বাড়ির উঠোনে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন অসহায় মানুষজন। ঘর বাড়ি ভেঙে গিয়েছে।

Updated By: May 22, 2017, 03:25 PM IST
রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা

ওয়েব ডেস্ক: রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে কোচবিহারের ১ নম্বর ব্লকের পুটিমারী ফুলেশ্বরী গ্রামের। অধিকাংশ বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়েছে ধানক্ষেতে, নয়ত আটকে রয়েছে গাছের ডালে। ভাঙা বাড়ির উঠোনে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন অসহায় মানুষজন। ঘর বাড়ি ভেঙে গিয়েছে।

আরও পড়ুন গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের তাণ্ডবে প্রায় কোটি টাকার ক্ষতি হল রেলের

হঠাত্ করে এমন বিপর্যয়। এখনও আতঙ্ক কাটছে না তাঁদের। দমড়ে মুচড়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের টিনের শেড। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফুলেশ্বরী গ্রামে। ফলে খোলা আকাশের নিচে কীভাবে কাটবে রাত, দুশ্চিন্তায় স্থানীয়রা।

আরও পড়ুন  রিষড়ার লক্ষীপল্লি মোড় থেকে বাগপাড়া পর্যন্ত রাস্তা বেহাল

.