Durgapur| Bangladesh: দুর্গাপুরের মেলায় বাংলাদেশি পতাকা, স্টল ভাঙচুর করার হুমকি বিজেপির
Durgapur| Bangladesh: ওই স্টলে বিক্রি হচ্ছিল ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক,তাঁত-সহ বিভিন্ন ধরনের শাড়ি
চিত্তরঞ্জন দাস: মেলায় বাংলাদেশের পতাকা। প্রবল হইচই দুর্গাপুরে। ৬ তারিখ থেকে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে দুর্গাপুর উৎসব। চলছে নামিদামি শিল্পীদের অনুষ্ঠান। মেলায় বসেছে কয়েকশো স্টল। এই স্টলগুলির মধ্যেই একটি কাপড়ের স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার দেওয়া হয়েছিল। এই নিয়েই প্রবল বিতর্ক।
আরও পড়ুন- সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র নন্দীগ্রাম! তৃণমূল বনাম বিজেপি চলল বোমাবাজি, ধ্বস্তাধস্তি
ওই স্টলে বিক্রি হচ্ছিল ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক,তাঁত-সহ বিভিন্ন ধরনের শাড়ি। শনিবার সন্ধেয় মেলায় আসা মানুষজনের নজরে পড়তেই হইচৈই পড়ে যায় মেলায়। তারপরেই তড়িঘড়ি সেই ব্যানার নামান দোকানদাররা। এই নিয়েই শুরু হয় নানান বিতর্ক।
এদিকে এই বিতর্ক উস্কে দিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,"তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসব মেলা কমিটির মদত ছাড়া এই কাজ কেউ করতে পারে না। রাজ্যের মন্ত্রীদের বলব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে। প্রতিবাদ করবে।"
ব্যবসায়ী শ্যামসুর রহমানের দাবি," আমাদের পূর্বস্থলীতে বাড়ি। আধার কার্ড,প্যান কার্ড সবই আছে। দু পয়সা রোজকারের জন্য মেলায় আসি। মালিকের কথামতোই বাংলাদেশের পতাকা দেওয়া ব্যানার লাগিয়েছিলাম। এখানকার মানুষজন বলতেই সেটা আমরা খুলে দিয়েছি।"
এত ভালো একটা দুর্গাপুর উৎসব চলছে সেখানে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে বিতর্কের সৃষ্টি করছে বলে পাল্টা দাবি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষাল বলেন,"প্রচারের জন্য হয়তো ব্যানার লাগিয়েছিল। আদতে ওরা কেউই বাংলাদেশের নাগরিক নন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)