নেশা ছাড়ানোর নামে বেধরক মার, রিহ্যাব সেন্টারে মৃত্যু যুবকের

সোনারপুরের জীবন জ্যোতি রিহ্যাব সেন্টারে রাজেশ চৌধুরী নামে এক চিকিত্‍সাধীন ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নেশা ছাড়ানোর নামে তাঁকে বেধরক মারধর করা হয়। 

Updated By: May 8, 2018, 11:48 AM IST
নেশা ছাড়ানোর নামে বেধরক মার, রিহ্যাব সেন্টারে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিবেদন:   নেশা ছাড়ানোর নামে পিটিয়ে মেরে ফেলা হয়েছে রিহ্যাব সেন্টারে। এই অভিযোগে উত্তেজনা ছড়াল সোনারপুরে।

আরও পড়ুন: স্ত্রীকে উপহার দিতে বাবা-মায়ের গায়ে থুতু ছেটাল একমাত্র ছেলে!

সোনারপুরের জীবন জ্যোতি রিহ্যাব সেন্টারে রাজেশ চৌধুরী নামে এক চিকিত্‍সাধীন ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, নেশা ছাড়ানোর নামে তাঁকে বেধরক মারধর করা হয়। নেশা ছাড়ানোর নামে চিকিত্সাধীন রোগীদের ওপর অত্যাচার চলত বলে অভিযোগ। মাঝেমধ্যেই তাঁদের বেধড়ক মারধর করা হত। সোমবার রাজেশকে বেধরক পেটায় রিহ্যাব সেন্টারের দু-তিন জন কর্মী। মারধরে লুটিয়ে পরে রাজেশ চৌধুরী। তাঁর গায়ে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। তারপরও চলে মারধর।

আরও পড়ুন: নিউমার্কেটেই যেত ৪০ শতাংশ পচা মাংস,  কোন কোন রেস্তোরাঁয় জানেন?

ওই   রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে এর আগেও নেশা ছাড়ানোর নামে মারধরের অভিযোগ এর আগেও ওঠেছে। বিষয়টি মিটমাট করতে রিহ্যাব সেন্টার টাকার প্রস্তাব দেয় বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা।

নেশা ছাড়ানোর নামে রিহ্যাব সেন্টারগুলিতে মারধরের অভিযোগ এর আগেও উঠেছে। গত বছরেই হালিশহরে একটি রিহ্যাব সেন্টারে এক যুবককে পিটেয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে।

.